প্রবাসী অনেক বাঙালি বিভিন্ন প্ল্যাটফরমে দেশের এই দুর্যোগমুহূর্তে সাহায্য পাঠানোর উপায় জানতে চাইছেন। প্রতিবছর ভার্জিনিয়া টেকের ছাত্রদের উদ্যোগে দেশে আর্থিক ও সামাজিক সাহায্য দেওয়া হয়। টাকা পাঠানোর জন্য এই লিংক অনুসরন করুন।
http://www.bang.org.vt.edu/makhan.html
এই ওয়েবসাইটে PayPal-এ ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা দেবার সুযোগ আছে। টাকা জমা হবে Association for Bangladeshi Students at Virginia Tech-এর অ্যাকাউন্টে। বিশ্বস্ততার প্রশ্নে দ্বিধা না থাকলে টাকা পাঠাতে পারেন।
আন্তর্জাতিক অনেক সাহায্য-সংস্থা থেকেও টাকা নেওয়া হচ্ছে। সকলকে অনুরোধ জানাচ্ছি নিজ নিজ পছন্দের চ্যারিটিতে টাকা জমা দেবার। দেশে টাকা পাঠানোই মুখ্য। আমরা আমাদের সঞ্চিত ফান্ডের টাকা এই মুহূর্তে পাঠাচ্ছি। বাকি টাকা নিয়ে এখানকার ছাত্ররা আগামী দুই সপ্তাহের মধ্যেই দেশে যাচ্ছে।
PayPal-এর খাবলে খাওয়া ন্যূনতম ফাইন্যান্স চার্জ বাদ দিয়ে পুরো টাকাই আর্তদের সাহায্যে যাবে। বড় সংস্থার মত জৌলুস বা ওভারহেড খরচ থাকবে না আমাদের কার্যকলাপে। অনুগ্রহ করে এই লিংকটির কথা ছড়িয়ে দিন চেনা মহলে।
জিজ্ঞাস্য থাকলে মন্তব্যে প্রশ্ন রাখুন। সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
ইশতিয়াক রউফ
প্রেসিডেন্ট, এবিএস-ভিটি
No comments:
Post a Comment